কোম্পানীগঞ্জে ওরসের নামে অনৈসলামিক বন্ধে স্মারকলিপি পেশ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ -সিলেট মহাসড়কের পাশে টুকের বাজার এলাকায় ফিরোজ শাহ মাজারে ওরসের নামে নাচ-গান, নারী-পুরুষের অবাধ চলাচল,মাজার পূজার প্রচলন ও ভিন্ন কায়দায় চাঁদা তুলে পকেট ভারীর সুকৌশল আজ দীর্ঘদিন ধরে চলছে।
তারই প্রতিবাদে ভন্ড মাজারে ওরসের নামে যতসব কার্যক্রম চলছে সবই অনৈসলামিক বলে ২২ শে সেপ্টেম্বর বুধবার কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে অবিলম্বে টুকের বাজারে অবস্থিত ফিরোজ শাহ মাজারে ওরস নামে সব ধরনের কার্যক্রম চিরতরে বন্ধ রাখার জন্য দাবি/অনুরোধ করা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি জমা শেষে কওমী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় স্হানীয় টুকের বাজারে তৌহিদি জনতার সামনে এলাকার মুরব্বি, যুবসমাজ নেতৃবৃন্দ নিয়ে আজ সকাল ১০ টায় টুকের বাজার পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলের ডাক দিয়েছেন কওমী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুল মোছাব্বির, টুকের বাজার এলাকার মুরব্বি আবু তাহের মেম্বার, পাড়ুয়া এলাকার মুরব্বি আব্দুল জলিল মেম্বার,ঐক্য পরিষদ নেতা হাফেজ মাসুম আহমদ, মাওলানা শফিকুল হক,মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী,মাওলানা রশিদ আহমেদ নূরী,এলাকার যুবসমাজের পক্ষে রাসেল আহমদ,মোর্শেদ আলমসহ,স্হানীয় টুকের বাজারের ব্যবসায়ীসহ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।





