জৈন্তাপুরে লক্ষিপুর গ্রামে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭শে অক্টোবর) বাদ মাগরিব উপজেলার ২ নং লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও ইসলামি ছাত্র শিবির সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রুবেল বিন উসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে দাঁড়ীপাল্লার মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর মুলনীতি ইসলামি শাসন ব্যবস্হার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ দেশের প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মৌলিক চাহিদা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এই জৈন্তাপুরের মানুষের ভালোবাসায় দীর্ঘ ১০ বছর উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে খাদেম হিসেবে নিয়োজিত ছিলাম। আগামী দিনে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র,বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, সিলেট -৪ এর সীমান্তবর্তী জনপদ মহান আল্লাহ’র অসীম কৃপায় খনিজ সম্পদে ভরপুর। এই খনিজ সম্পদ বালু মহাল, পাথর কোয়ারীগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে অগ্রসর হচ্ছে। সিলেট -৪ আসনে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে বন্ধ থাকা পাথর কোয়ারীগুলো সচল করার কার্যকরী উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
এ সময় তিনি বলেন,জৈন্তাপুরের খনিজ গ্যাস সারাদেশে সরবরাহ হলেও জৈন্তাপুরে সিংহভাগ মানুষ এই জ্বালানি সেবা থেকে বঞ্চিত। এ নিয়ে জৈন্তার মানুষ বহু আন্দোলন করেও আলোর মুখ দেখতে পায় নি। তিনি জানান, এই জনপদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলে জৈন্তাবাসীর দীর্ঘদিনে দাবী ঘরে ঘরে গ্যাস সংযোগ স্হাপনে কাজ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আনওয়ারুল আম্বিয়া, চাঁদপুর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ,উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুজ্জামান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ ৪ নং ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।





