জৈন্তাপুরে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২৫ইং অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
সিলেট জেলার পূর্ব শাখার উদ্যোগে উপজেলা ভিত্তিক কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয় এ পরীক্ষা।
এ দিন জৈন্তাপুর উপজেলায় ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১,০৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০০ জন ছাত্র ও ৪৭৫ জন ছাত্রী। পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুইটি হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং জৈন্তিয়া ডিগ্রি কলেজ।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,কিশোর কন্ঠ পাঠক ফোরাম এর সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান শিকদার, কিশোর কন্ঠ পাঠক সিলেট জেলা পূর্বের পৃষ্ঠপোষক মহসিন আলমাছ, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, শিক্ষক হাবিবুর রহমান, কিশোর কণ্ঠ পাঠক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মহসিনুল আলম ভাইস চেয়ারম্যান হোসাইন আহমেদ, সাংবাদিক মুরাদ হাসান ও মানবাধিকার কর্মী ইমাম উদ্দিন প্রমুখ।
পরীক্ষা শেষে আয়োজকরা জানান, কিশোর কণ্ঠের এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





