জুড়ীতে সরকারি জমি দখলমুক্ত ও সাইনবোর্ড স্থাপন
বড়লেখা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের উত্তর কুচাইথল মৌজা (জে.এল নং–৪১) এলাকায় প্রায় ১০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন। উক্ত জমি ০১ নং খাস খতিয়ানভুক্ত দাগ নং–৩৩৯ এর অন্তর্ভুক্ত।
প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৫ নভেম্বর) সকালে দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমিটি সীমানা নির্ধারণ করে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুড়ী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং খাস জমি পুনরুদ্ধারের কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থে ভূমি ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।”





