বড়লেখায় মসজিদে নামাজরত অবস্থায় সিলিং ফ্যান পড়ে মুসল্লি আহত
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে বড়লেখা উত্তর চৌমুহনীতে নয়াগ্রাম এক মসজিদে নামাজরত অবস্থায় ছাদের ফ্যান ছুটে পড়ে আহত হয়েছেন এক মুসল্লি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যোহরের নামাজের সময় বড়লেখা উত্তর চৌমুহনীর নয়া গ্রাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ চলাকালে হঠাৎ মসজিদের একটি ফ্যান ছুটে পড়ে মুসল্লি আব্দুল আজিজ-এর উপর। এতে তিনি গুরুতর আহত হন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান।
মসজিদের মুসল্লিরা জানান, পুরনো ফ্যানটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় ছিল। এ ঘটনার পর মসজিদ পরিচালনা কমিটি ফ্যানগুলো পরিদর্শন ও মেরামতের উদ্যোগ নিয়েছে।
আব্দুল আজিজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।





