প্রশ্ন করবেন না, সব বলে দেব: পরীমণি
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি মালয়েশিয়ায় ১০ দিনের বিশেষ সফরে তার জন্মদিন উদযাপন করেছেন। এই সফরে তিনি দেশটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়ান এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন। দেশে ফিরে বুধবার (৫ নভেম্বর) রাজধানীর নোঙর রেস্টুরেন্টে তিনি সাংবাদিক ও সহকর্মীদের সঙ্গে একটি বিশেষ আয়োজন করেন। সেখানে তিনি জন্মদিনের আনন্দ ভাগ করে নেন এবং নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
পরীমণি জানান, সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা তার জন্য শুধু একটি কাজ নয়, বরং জীবনের একটি আবেগঘন অধ্যায়। “সিনেমাটিতে বয়সের একটি জার্নি দেখানো হয়েছে—টিনেজ থেকে পঞ্চাশোর্ধ্ব বয়স পর্যন্ত। সেই রূপান্তর দেখাতে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিতে হয়েছে। লুক, অভিব্যক্তি, আবেগ—সবকিছুতেই আমি আমার সেরাটা দিয়েছি।”
তিনি হাসতে হাসতে বলেন, “প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না… আমি সব বলে দেব।”
‘ডোডোর গল্প’ শুটিং শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। অবশেষে সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, যা তার দর্শকদের জন্যও আবেগঘন অভিজ্ঞতা হবে।





