৬ মাস পর বিএসএফ ফেরত দিলো কুলাউড়ার দম্পতির ব্যাগসহ স্বর্ণালংকার
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি::
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন কুলাউড়ার এক দম্পতি। তবে দীর্ঘ ছয় মাস পর তাদের ফেলে আসা স্বর্ণালংকার ও ব্যাগ ফেরত দিয়েছে বিএসএফ।
জানা গেছে, উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বাংলাদেশে ফেরার সময় তারা আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন। দীর্ঘ অনুসন্ধান ও যোগাযোগের পর অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ব্যাগটি স্বর্ণালংকারসহ বিজিবির উপস্থিতিতে দম্পতির হাতে তুলে দেয়।
বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ ধরনের মানবিক সমাধান উভয় দেশের সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করে।





