সিলেটে আয়ারল্যান্ড ক্রিকেট দল
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বিকেলে ঢাকায় আসে আয়ারল্যান্ড ক্রিকেট দল। প্রথম টেস্ট খেলতে রাতেই সিলেট পৌঁছেছে আইরিশ দলটি।
বৃহস্পতিবার বিকেলে ৫টায় ঢাকায় পৌঁছায় আয়ারল্যান্ড দল। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় তারা। সাড়ে আটটার দিকে সিলেটে পৌঁছায়। পরে সেখান থেকে টিম হোটেলে গেলে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাদের।
প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড । এর আগে ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল।
আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট গড়াবে। ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। এরপর ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে গড়াবে টি-টুয়েন্টি সিরিজ।





