হবিগঞ্জ-৪ আসনে ‘ছড়ি’ প্রতীকে মুক্তিজোটের প্রার্থী খোকন
মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. রাশেদুল ইসলাম খোকন। তিনি দলীয় প্রতীক ‘ছড়ি’ মার্কা নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন। গত শনিবার (৮ নভেম্বর) মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’-এর নির্ধারিত প্রতীক হলো ‘ছড়ি’। সেই অনুযায়ী আসন্ন নির্বাচনে দলটির সব প্রার্থী এই প্রতীক ব্যবহার করবেন।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মো. রাশেদুল ইসলাম খোকন সাংবাদিকদের বলেন,“ছড়ি মার্কা আমাদের দলের আদর্শ ও প্রতিশ্রুতির প্রতীক। এই প্রতীক নিয়ে আমরা মানুষের কাছে যাবো এবং তাদের সমর্থন চাইবো। হবিগঞ্জ-৪ আসনের জনগণ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন,“আমরা প্রচলিত ডানপন্থী বা বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী নই। আমাদের স্লোগান— ‘ডান নয়, বাম নয়; হাঁটতে হবে বাংলাদেশ বরাবর।’ আমরা জনমুখী রাজনীতিতে বিশ্বাস করি, যেখানে সাংস্কৃতিক মুক্তি ও মানবিক মূল্যবোধই প্রধান।”
খোকন জানান, বাংলাদেশের নিজস্ব আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একটি স্বতন্ত্র রাজনৈতিক ধারা গড়ে তোলা এখন সময়ের দাবি। মুক্তিজোট সেই বিকল্প ধারা প্রতিষ্ঠায় কাজ করছে।
এই আসনে মো. রাশেদুল ইসলাম খোকন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদিও নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, আগামী ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে তিনি ও তাঁর কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন।





