জকিগঞ্জে টমটমের ধাক্কায় ঝরে গেল ছোট্ট রাইয়ানের প্রাণ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় ঝরে গেল এক কোমল প্রাণ— মাত্র ৮ বছরের শিশু শিক্ষার্থী রাইয়ান হোসেন আর ফিরবে না তার প্রিয় স্কুলে, কুসুম কলি কিন্ডারগার্টেনে। সোমবার (১০ নভেম্বর) বিকেল ২টার দিকে সিলেট–জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত রাইয়ান জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপরিচিত সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়ার তৃতীয় ছেলে। পরিবারের সবার আদরের সন্তান ছিল সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা করতে করতে হঠাৎ রাস্তায় উঠে পড়ে রাইয়ান। ঠিক তখনই দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম এসে তাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট রাইয়ান। স্থানীয়রা ছুটে গেলেও ততক্ষণে নিথর দেহে পরিণত হয় সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার জানায়, তারা ময়নাতদন্ত ছাড়াই প্রিয় রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।
হঠাৎ ঘটে যাওয়া এই মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েছে, শিক্ষকরাও স্তব্ধ। যে শিশুটা সকালে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে চেয়েছিল, বিকেলের আগেই সে হারিয়ে গেল চিরতরে।





