জৈন্তাপুরে ৬০০ কেজি ভারতীয় অবৈধ পোস্তদানা জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০০ কেজি পোস্তদানা (মশলা) জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় চালক ডিআই পিকআপটি রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার (১১ই নভেম্বর) সেনাবাহিনীর ১৭ এফআইইউ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭:২০ মিনিটে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি দল কর্তৃক আর্মি চেকপোস্টে হরিপুর থেকে সিলেটগামী একটি ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পিকআপের ভেতর থেকে ভারতীয় অবৈধ ৬০০ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,৪০,০০০ (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা সমপরিমাণ ।
এ সময় চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও পিকআপটি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয়, আটককৃত অবৈধ মশলা ও পিকআপ গাড়িটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।





