সিলেটে রাজনীতির মেলায় দর্শক বিএনপি
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ণ
দেশের রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে চাঙ্গা হলেও মাঠে নেই বিএনপি। সরকার ও আওয়ামী লীগ নানা কর্মসূচিতে সক্রিয়, অন্যদিকে বিএনপি এখনো দ্বিধা ও সিদ্ধান্তহীনতার ঘেরাটোপে। ‘মেলা দেখতে দেখতেই বেলা শেষ’—এমন অবস্থায় দলটি যেন রাজনীতির মেলায় দর্শকের ভূমিকায়। নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা নিয়ে তৃণমূলেও তৈরি হয়েছে হতাশা।
সিলেটের রাজনীতিতে বিএনপি এখনো মনোনয়ন-পরবর্তী অস্থিরতা কাটিয়ে উঠতে পারেনি। দলীয় প্রার্থিতা ঘোষণার পরও বিভিন্ন আসনে ক্ষোভ ও বিভক্তি থামছে না। তৃণমূলে চলছে প্রার্থী রিভিউ ও পরিবর্তনের দাবি। কেউ কেউ এখনো ধানের শীষ না পেলেও মাঠ ছাড়ছেন না বিএনপি।
গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪টির প্রার্থীর নাম ঘোষণা করে দল। তবে ঘোষণার পরই দেখা দেয় নানা প্রতিক্রিয়া। কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীরা মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে মাঠে অবস্থান নিয়েছেন। কোথাও কোথাও দলীয় নেতাদেরই মধ্যে মুখোমুখি বিভক্তি।
এই অবস্থায় সবচেয়ে আলোচিত আসন সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন)। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই তৃণমূলে দেখা দিয়েছে এক ধরনের ‘নীরব ক্ষোভ’।
কারণ, একই আসনে দলের প্রভাবশালী নেতা, চেয়ারপারসনের অপর উপদেষ্টা এবং সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছিল দীর্ঘদিন। নগরের রাজনীতি ও সাংগঠনিক নেতৃত্বে দীর্ঘ সময়ের ভূমিকার কারণে তৃণমূলের অনেকেই ধরে নিয়েছিলেন—আরিফুলই ধানের শীষের প্রার্থী হবেন। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে সেই ধারণা ভেঙে গেছে।
দলীয় শৃঙ্খলার কারণে পদবিধারীরা মুক্তাদিরের সঙ্গে আছেন ঠিকই, তবে মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যে এখনো দ্বিধা ও হতাশা কাজ করছে। অনেকেই প্রকাশ্যে কিছু না বললেও, নীরবে সক্রিয় হচ্ছেন না। এতে প্রচারে গতি আসছে না, মনোনীত প্রার্থীর সভা-সমাবেশেও প্রত্যাশিত উপস্থিতি দেখা যাচ্ছে না।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,মাঠের কর্মীদের মনও জয় করতে হবে,খন্দকার আবদুল মুক্তাদির একজন শিক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিক হলেও তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তৃণমূলের দূরত্ব ঘোচানো। নগরের ভোটে বিএনপির শক্ত ঘাঁটি পুনরুদ্ধার করতে হলে তাকে শুধু দলের পদবিধারী নয়।





