লাল শাপলার বুকে স্বপ্নের ঠিকানা ‘শাপলা বিলাস ফুড কর্ণার’
সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
লাল শাপলার রঙে রাঙানো ডিবির হাওরের নিসর্গে এবার যুক্ত হলো নতুন এক সৌন্দর্য— “শাপলা বিলাস ফুড কর্ণার”। প্রকৃতি, স্বপ্ন আর তরুণ উদ্যোক্তাদের প্রাণচাঞ্চল্যে সিলেটের জৈন্তাপুরে জন্ম নিয়েছে এই পর্যটকবান্ধব খাদ্যকেন্দ্র।
বাংলাদেশ–ভারত সীমান্তঘেঁষা জৈন্তাপুরের ঐতিহাসিক ডিবির হাওর লাল শাপলা বিল এলাকায় গড়ে ওঠা এই ফুড কর্ণারটির পেছনে রয়েছেন চার তরুণ স্বপ্নসন্ধানী উদ্যোক্তা — গুলজার হোসেন ফারহান, সামসুল হক, ফেরদৌস চৌধুরী ও নাহিদ আহমেদ। তাদের লক্ষ্য, প্রকৃতির কোল ঘেঁষে আগত পর্যটকদের জন্য এমন এক স্থান তৈরি করা, যেখানে গ্রামীণ সৌন্দর্য ও আধুনিক স্বাচ্ছন্দ্য মিলেমিশে যাবে একাকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় “শাপলা বিলাস ফুড কর্ণার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, শাপলা বিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মানিক আহমদ, মনির হোসেন, যুবনেতা সাইদুল ইসলাম, রিমাল হোসেন, ফটোগ্রাফার হোসেন মিয়া ও জাহিদুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকৃতিপ্রেমী আর পর্যটকদের পদচারণায় মুখর লাল শাপলা বিল এখন যেন নতুন করে জেগে উঠেছে— তরুণদের উদ্যম আর সৃজনশীলতায়।
স্থানীয়রা আশা করছেন, “শাপলা বিলাস ফুড কর্ণার” শুধু একটি খাবার স্থান নয়, বরং হয়ে উঠবে প্রকৃতি, বন্ধুত্ব ও স্বপ্নবাজ তরুণদের মিলনমেলা।





