শ্রমজীবীদের কর্মসংস্হান বন্ধ রাখা যাবেনা : কোম্পানীগঞ্জে সমাবেশে আরিফ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,“শ্রমজীবী মানুষের কর্মসংস্থান কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। দীর্ঘদিন ধরে সনাতন পদ্ধতিতে চলা পাথর ও বালু মহালের শ্রমিকদের কাজ বন্ধ করে রাখলে হাজারো পরিবার অনিশ্চয়তার মুখে পড়ে। পরিবেশ রক্ষা ও কর্মসংস্থান — দুটি বিষয়ই ভারসাম্য বজায় রেখেই চলতে হবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও তারেক রহমানের আশ্বাসে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে আগ্রহী হয়েছি। অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা আমাকে আরও দৃঢ় করেছে।” তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের উন্নয়নধারার ধারাবাহিকতা বজায় রাখব। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে পাশে থেকে কাজ করব।”
নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে আরিফুল বলেন, “সব বিভাজন ও ষড়যন্ত্র ভুলে, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শ্রমিক সংগঠনের সভাপতি কবির আহমদ, এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নজির আহমদ স্বপন, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি আ. কাইয়ুম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, চেয়ারম্যান আলমগীর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন (তেলিখাল ইউপি), যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, এবং শ্রমিক দল সভাপতি আবুল বাশার বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শ্রমজীবী মানুষের অধিকার ও কর্মসংস্থান রক্ষার প্রত্যয়ে একাত্মতা ঘোষণা করেন উপস্থিত নেতাকর্মীরা।





