স্বপদে ফিরলেন বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক
বানিয়াচং প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন অবশেষে স্বপদে ফিরেছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের পদ স্থগিত করা হলেও, কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। পত্রে বলা হয়— “দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের পূর্বের দায়িত্বে বহাল করা হলো।”
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুজনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তে বিষয়টি পুনর্বিবেচনার পর তাদের আবেদন গ্রহণ করে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এ খবরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হোসেন মারুফ বলেন, “আমি সবসময় দলের আদর্শ ও শৃঙ্খলার মধ্যে ছিলাম। এখন আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা।”
অন্যদিকে সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন,“ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের শক্তি ও ঐক্য আরও দৃঢ় করতে কাজ করব।” দলীয় সিদ্ধান্তে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বানিয়াচং উপজেলা বিএনপি।





