সিলেটে জার্মান প্রবাসীর কোটি টাকার ভূমি দখলে নেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
সিলেটে এক ভুমি খেকো চক্রের কবলে জার্মান প্রবাসীর কোটি টাকার ভূমি। দীর্ঘদিন থেকে ওই ভূমি থেকে ভোগ দখল বঞ্চিত হওয়া জার্মান প্রবাসী দরগামহল্লার জার্মান ফেরত জাফর ছাদেক। তিনি জানান, দুটি দলিলে খরিদকৃত ভূমির ১৩ টি দাগের মধ্যে ৪ টি দাগের ভূমি জোর পূর্বক নিজের কবলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুরমা গেইট এলাকার ছিদ্দিক আলীর ছেলে মখলিছুর রহমান। ক্ষমতা এবং পেশি শক্তির প্রভাব দেখিয়ে ২০০৪ সাল থেকে মখলিছুর রহমান উল্লেখিত ভূমি নিজের নিয়ন্ত্রণে রেখে ভোগ দখল করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। দলিল পত্র অনুযায়ী ভূমির প্রকৃত মালিক জাফর ছাদেক বর্তমানেও বেদখলকৃত ভূমির মালিক হয়ে নিজ নামে উল্লেখিত ভূমির খাজনা পরিশোধ করে যাচ্ছেন।
দলিল অনুযায়ি সিলেট সদর উপজেলার আটগাঁও মৌজার জেল এল নং ৬৭ খতিয়ানের ১৭৮৮/২ নং দলিলে ১১ টি দাগের খরিদ সূত্রে ভূমি মালিক মরহুম মোহাম্মদ আলীর ছেলে জাফর ছাদেক। দাগ নং যথাক্রমে ১০,১৯,২০,২১,২,২৩,২৪,২৫,২৭,২৯ ও ৩০। নামজারি অনুযায়ী জায়গা ক্রয়ের তারিখ ১৬/০৮/১৯৮৪ ইং। এর মধ্যে ২০০৪ সালে সর্বপ্রথম ২০ ও ২৪ নং দাগের ভূমি জাফর ছাদেকের নিয়োগকৃত কেয়ারটেকারকে মারধোর করে নিজের কবলে নিয়ে নেন সুরমা গেইট এলাকার ছিদ্দিক আলীর ছেলে মখলিছুর রহমান। ওই ভূমি নিয়ে জাফর ছাদেক একাধিকবার মখলিছুর রহমানের সাথে বৈঠকে বসে সমাধানের চেষ্টা করলেও মখলিছুর রহমান ভূমির বিপরীতে ১ কোটি টাকা চাঁদা দাবি করে বলে জাফর ছাদেক অভিযোগ করেন। এমনকি ভূমি নিয়ে মামলা-মোকদ্দমার চেষ্টা করা হলে জাফর ছাদেককে প্রাণে মেরে ফেলারও হুমকী প্রদান করা হয়। কিন্তু জাফর ছাদেক নিরীহ এবং শান্তিকামী মানুষ থাকায় প্রতিপক্ষ দুটি দাগের অন্যান্য দাগের ভূমিগুলোও দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ অবস্থায় তিনি অসহায় হয়ে সার্ভে জরিপসহ ভুমির কাগজপত্র যাচাই পূর্বক বেদখলকৃত ভূমি ফেরত পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে একই মৌজার দলিল নং ১৭৮৮ নং খতিয়ানের ২৭ ও ২৮ নং দাগের জায়গার খরিদ সূত্রে মালিক জাফর ছাদেকের স্ত্রী ফাতেমা বেগম। ফাতেমা বেগম ১১২৭/৮৭ দলিল মূলে ছালেমা খাতুনের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক। সম্প্রতি মখলিছুর রহমান উল্লেখিত দাগের ভূমির ২৮ নং দাগের উপর দিয়ে জোর পূর্বক পূর্ব ও পশ্চিম লম্বা রাস্তা নিয়া উক্ত দাগের উত্তর অংশের জায়গা আমাদের চার ভাইয়ের খতিয়ান নং ১৫৭৫,১৭২৬,১৮৭৯ তে থাকা দলিল অনুযায়ী ৪০ শতক ও বিএসকৃত ৩৪ শতক জায়গা দখল করে। যে ভূমিটি রজন সিং ও হেমন্ত সিং এর কাছ থেকে ৪৮১৪/৯০ নং দলিল মূলে মালিক জাফর ছাদেক, হুসেন নুর, আমিনুর রশিদ ও শাহাদাত হোসেন।
জাফর ছাদেকের অভিযোগ-মখলিছুর রহমান একজন চিহ্নিত ভূমি খেকো। অন্যের ভূমি দখল করে নেওয়াই তার একমাত্র কাজ। তিনি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত মখলিছুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জাফর ছাদেকের উল্লেখিত ভুমি দখলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।





