আন্দোলনের চাপে উপাচার্য, ডিসেম্বরে শাকসু নির্বাচন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ৯ বা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। আজ শুক্রবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তারিখ জানানো হবে বলেও তিনি ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত—প্রায় ৫ ঘণ্টা ধরে শাকসু নির্বাচন চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ চালান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। তপশিল ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছাত্রশিবির, ছাত্রআন্দোলন, ছাত্রমজলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন ও প্রক্টর মোখলেছুর রহমান এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মধ্যরাতে উপাচার্য ও সহ-উপাচার্য সাজেদুল করিম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
উপাচার্য তখন জানান, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে আমরা প্রস্তুত। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে—৯ বা ১০ ডিসেম্বরের যেকোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যার পর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তালা খুলে দেন, ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হয়।





