বিয়ানীবাজারে যুবলীগ নেতা ইমন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
সিলেটের বিয়ানীবাজারে ইমন আহমদ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরের পর হঠাৎ করেই তাকে গ্রেপ্তার করা হলে এলাকায় তৈরি হয় উত্তেজনা আর আলোচনা।
ইমন আহমদ বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তোলপাড়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে পৃথক গ্রেফতারি পরোয়ানা ছিল। পাশাপাশি ৫ আগস্টের ঘটনার পর দায়ের হওয়া আরও মামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
দীর্ঘদিন ধরে নানা অভিযোগের ঘূর্ণাবর্তে থাকা এই যুবলীগ নেতার হঠাৎ গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় চলছে নানান কথাবার্তা। কেউ বলছেন—এটি আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক পদক্ষেপ, আবার কেউ দেখছেন রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন।
এদিকে ইমন আহমদের সমর্থকরা গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য নয়।





