দিরাইয়ে ব্যবসায়ীর তালাবদ্ধ বাড়িতে দুর্ধর্ষ চুরি
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামে ব্যবসায়ী মোহন মিয়ার তালাবদ্ধ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। চুরির ঘটনার খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই ব্যবসায়ীর ভাই দিরাই উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া বলেন, আমার ছোটভাই মোহন মিয়া শনিবার ঘর তালাবদ্ধ করে তার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে যায়। এ সুযোগে দিবাগত রাতে রান্নাঘরের চুলার উপরের স্লাব সরিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে সমস্ত মালামাল তচনচ করে। স্টিলের আলমিরা, শোকেস ভাংচুর করে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থলে চোরের রক্তমাখা পায়ের ছাপ দেখা গেছে। মোহন মিয়া বলেন, স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করতেছি। ঘর ফাঁকা ছিল। এ সুযোগে রান্নাঘরের উপরের স্লাব ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। চোরাই মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকার মতো হবে বলে জানান তিনি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##




