আজমিরীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৫,স্বাস্থ্য কমপ্লেক্সে মিলেনি ভ্যাক্সিন
আজমিরীগঞ্জ প্রতিনিধি -
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিন দুপুরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৫ জন আহত । রোববার (১৬ নভেম্বর) দুপুর প্রায় সাড়ে ১২ঘটিকায় উপজেলার ১ নং সদর ইউনিয়নে বিরাট ভাটিপাড়া গ্রামে একদিনে শিয়ালের কামড়ে আহত হয়েছে নারী-শিশুসহ ৫ জন। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় , রোববার দুপুরে ভাটিপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীরবর্তী এলাকা থেকে একটি শিয়াল বের হয়ে আসে। এসময় শিয়ালটি অস্বাভাবিক আচরণ শুরু করে। সে প্রথমে দুইটি গরুকে কামড়ায় বাঁধা দেওয়ার চেষ্টা করলে শিয়াল নারী-শিশুসহ ওই পাঁচজনকে কামড়িয়ে আহত করে।
পর স্থানীয় লোকজন ওই শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেছিল কিন্তু ধরতে পারেনি পালিয়ে যায়। এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আহতরা হলেন, বিরাট ভাটিপাড়া কামারবাড়ি গ্রামের আমির হোসেন (২০), আয়েশা বেগম (৩০), তামান্না আক্তার (১০), টুনি (৭) ও অলবস (৪০)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , (anti-rabies vaccine)ভ্যাক্সিন স্বাস্থ্য কমপ্লেক্সে সরবারাহ না তাকায় সদর হাসপাতালে ভ্যাক্সিন দেওয়ার পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে যায়। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান (anti-rabies vaccine) ভ্যাক্সিন আপাতত সরবরাহ নাই চাহিদা দেওয়া হয়েছে , সরবরাহকরতে পারব। রোগীদের সদর হাসপাতালে ভ্যাক্সিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





