“লোকাল না বাইরা, লোকাল লোকাল”
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে শনিবার গোয়াইনঘাটের মাঠে উত্তাপ চরমে পৌঁছেছে। দিনভর চলা রাজনৈতিক কার্যক্রমকে স্থানীয়রা ‘পাল্টাপাল্টি শোডাউন’ হিসেবে দেখেছেন, যেখানে দুই সম্ভাব্য প্রার্থী—চৌধুরী বংশের নেতারা—মাঠে শক্তি প্রদর্শন করেছেন।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি করপোরেশনের দুইবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় দলের মনোনয়ন, উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এক বছরের মধ্যে গোয়াইনঘাটের চিত্র বদলে যাবে। সভা শেষে তার নেতৃত্বে মিছিল বের হয়ে গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে। জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন পাশে।
সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা সদরের শহীদ মিনার থেকে বের হয় আরেকটি মিছিল। স্থানীয় বিএনপির এই অংশ আবদুল হাকিম চৌধুরীকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানায়। মিছিলে স্লোগান শোনা যায়—
“লোকাল না বাইরা, লোকাল লোকাল” এবং
“হাকিম ভাই হাকিম ভাই, হাকিম ছাড়া উপায় নাই।”
আবদুল হাকিম সাংবাদিকদের বলেন, “জৈন্তাপুরে জামায়াতের প্রার্থীকে হারাতে হলে একজন স্থানীয় ও শক্তিশালী প্রার্থী প্রয়োজন। তাই জনগণ আমার মনোনয়ন দাবি করছে। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তই সবার জন্য বাধ্যতামূলক।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই দুই সম্ভাব্য প্রার্থীর শক্তি প্রদর্শনী আগামী সংসদ নির্বাচনের আগে সিলেট-৪ আসনের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত ও নাটকীয় করেছে। আসনটিতে ‘লোকাল’ প্রার্থী বনাম বাইরা প্রার্থী—এই লড়াই এখন নির্বাচনী মাঠের মূল আকর্ষণ।





