হবিগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৯ এর অভিযানে মা’কে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া (৪৫) গ্রেফতার হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের দাবি, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ গঠনে র্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের আঙ্গুরা বেগমকে নিজ ঘরের ভেতরে গলা কেটে হত্যা করে তার ছেলে ফজল মিয়া। হত্যার পর লাশের দেহ ঘরের ভেতরে এবং মাথা ঘরের বাইরে রেখে দ্রুত পালিয়ে যায় সে।
এ ঘটনায় নিহত আঙ্গুরা বেগমের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা (নং-৫০/১০/২০০৫, ধারা ৩০২ পেনাল কোড) দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হবিগঞ্জ আদালত দণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়ার বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই ফজল পলাতক ছিল।
পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিপিএসসি সিলেট এবং সিপিসি–৩ হবিগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়। অবশেষে শুক্রবার রাতে পূর্ব জাফলং এলাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতার ফজল মিয়া উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্বব আলীর ছেলে।
পরবর্তীতে র্যাব–৯ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করে





