নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন
তাহিরপুর প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা- মধ্যনগর) নির্বাচনী এলাকায় তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় ভোটারদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে পথসভা করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার (৩নং) বড়দল দক্ষিন ইউনিয় পরিষদ প্রাঙ্গনে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক মাওলানা আব্দুর রব খোকন ও ইউপি সদস্য ইয়াকুব আলী’র যৌথ সঞ্চালনায় হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে, জেলা জামায়াতে আমির উপাধ্যক্ষ সুনামগঞ্জ-১ আসনে ‘বাংলাদেশ জামায়াত ইসলামী’ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার লোভী নয়, দেশে ইসলাম ও কুরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, জামায়াত ইসলামী রাষ্ট ক্ষমতায় গেলে সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠা করবে, আমরা শাসক হতে আসেনি, জনগণের সেবক হয়ে কাজ করতে এসেছি। তিনি আরো বলেন- তাহিরপুর উপজেলার থেকে কোটি কোটি টাকা রাজস্ব নেয় সরকার অথচ আমাদের তাহিরপুর এলাকাবাসী নারী অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন, এই উপজেলায় তিনিটি শুল্ক স্টেশন ও পর্যটন স্পট থাকার পরেও বিগত সরকারের আমলে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি এখন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে,দেশের মানুষ জামায়াত ইসলামকে গ্রহন করেছে, এবছর নীরব ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠনের নেতা কর্মীগন।





