সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাকিম সমর্থকদের বিক্ষোভ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবি ক্রমেই তীব্র হয়ে উঠছে। গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ অবস্থায় ৫ নভেম্বর রাতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেকে সিলেট-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিলে সীমান্তবর্তী তিন উপজেলা—গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে স্থানীয় প্রার্থী দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়াইনঘাট উপজেলা সদর, তোয়াকুল স্ট্যান্ড, নওয়াগাঁও, জৈন্তাপুরের ফতেহপুর, হরিপুর এবং কোম্পানীগঞ্জের পাড়ুয়া বাজারসহ প্রায় ১৫টি স্থানে আবদুল হাকিম চৌধুরীর সমর্থকেরা স্থানীয় প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তৃণমূল নেতাকর্মীরা প্রতিদিনই তিন উপজেলাজুড়ে মিছিল-সমাবেশ করে চলেছেন।
৮ নভেম্বর শনিবার তিন উপজেলার ১৩টি স্থানে এবং সালুটিকর–গোয়াইনঘাট সড়কে কয়েক হাজার হাকিম সমর্থকের অংশগ্রহণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটায় হাকিম চৌধুরী সমর্থক ফোরামের ব্যানারে সালুটিকর–গোয়াইনঘাট সড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে গোয়াইনঘাটের হাজারো নেতা-কর্মীর পাশাপাশি কোম্পানীগঞ্জের নেতারাও অংশ নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘বহিরাগত’ নয়, স্থানীয় প্রার্থী হিসেবে আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মিছিল চলাকালে তারা স্লোগান দেন—“মানিনা মানবনা, হাকিম ছাড়া বুঝিনা।”
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা ছালিক আহমদ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আবদুল হাকিম চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি। হাকিম চৌধুরী উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান।





