জৈন্তাপুরে সারী নদীতে অভিযান, ড্রেজার মেশিন অপসারণসহ কারেন্ট জাল জব্ধ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারী নদী এলাকায় অবৈধ বালু উত্তোলন ও কারেন্ট জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয় । এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জর্জ মিত্র চাকমা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩:৩০ ঘটিকায় সারী নদীতে অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে নদীতে রাখা বালু উত্তোলনের কাজে ব্যবহারীত ড্রেজার মেশিন ও যন্ত্রপাতি আগামীকাল সকাল ১০টার মধ্যে সরিয়ে নেওয়ার লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে ৬টি বৃহৎ আকারে অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিস, সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানান, প্রশাসনের পক্ষ থেকে, পরিবেশ, নদী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।





