বিএনপি সরকার গঠন করলে দেশ এগিয়ে যায় : জৈন্তাপুরে আরিফুল হক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেটের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে, বিএনপি সরকার গঠন করলে এই দেশ এগিয়ে যায়। জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও মানুষের সেবা করবে।’
বুধবার দিনব্যাপী সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ শেষে রাজকুমারী হিরাদেবী মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আজন্ম বিএনপির কর্মী, বিএনপি ও ধানের শীষই আমার শেষ ঠিকানা। আমি হাই কমান্ডের নির্দেশেই আপনাদের সেবক হতে এসেছি, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো নেতার মাধ্যমে আসতে হবে না, আমি সপ্তাহে ৫ দিন আপনাদের সেবায় এই আসন ঘুরে আপনাদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে থাকবো।’
ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি বিশাল রাজনৈতিক দল, এখানে আমরা অনেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই এটা স্বাভাবিক বিষয়, তবে দল যাকে দেবে আমরা সবাই তার সাথে থাকি। তাই সবাই মিলে বিএনপি তথা ধানের শীষের জন্য কাজ করতে হবে। এই দেশকে একটি আধুনিক স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সর্বোচ্চনেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ প্রস্তাবনা ঘোষণা করেছেন।’
জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।





