জৈন্তাপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ বিজয়ীদের সংবর্ধনা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল টিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২২শে নভেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক।
এ সময় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্হাপক আব্দুর রহমান, উপ-ব্যবস্হাপক সেলিম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক ইলিয়াস উদ্দিন লিপু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন , টিমের প্রধান কোচ বদরুল আলম ফয়েজ, বিজয়ী দলের অধিনায়ক হিলাল আহমেদ সহ সকল খেলোয়াড়বৃন্দ।
এ সময় অতিথিগণ বিজয়ী দলের সকল খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,এই গৌরব জৈন্তাপুরবাসীর। এই গৌরব এক সময় পুরো সিলেট জুড়ে বিস্তার লাভ করবে। কারণ এই টিম হতে জৈন্তাপুরবাসী স্বপ্ন দেখছে কোন এক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলে জৈন্তাপুর তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করবে। এ সময় বিজয়ী দলের অধিনায়ক তাদের এই বিজয়কে জৈন্তাপুরবাসীকে উৎসর্গ করেন।
পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক, ট্র্যাকসূট উপহার প্রদান করা হয়। উল্লেখ্য চলতি বছর জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত : উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে জৈন্তাপুর উপজেলা।





