জৈন্তাপুরে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলা খাদ্য বিভাগ
এর আয়োজনে অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫/২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় এলএসডি প্রাঙ্গণে এই আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিম কুমার তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, ধান চাল সংগ্রহ কমিটির কৃষক প্রতিনিধি মুহিবুর আলি সহ অন্যান্যরা।
উল্লেখ্য চলতি আমন মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন হতে ৮৮ মেট্রিকটন আমন ধান ও ১২৫ মেট্রিকটন আতব চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে ক্ষেত্রে কৃষক থেকে প্রতি কেজি আমন ধান ৩৪ টাকা ও আতব চাল ৪৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে। আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। উদ্বোধনী দিনে স্হানীয় কৃষক হতে ১ টন আমন ধান সংগ্রহ করা হয়েছে।





