দিরাইয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসভা
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগনের কাছে পৌঁছানোর লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে দিরাই থানা পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
জনসভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য অসুক তালুকদার, দিরাই উপজেলা কৃষক দলের আহব্বায়ক সালাহউদ্দিন, সাবেক দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুদ্র মিজান সাবেক সভাপতি শাহ আলম, মেহেদী হাসান চৌধুরী ,প্রমুখ, এছাড়া ও দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।





