দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না’
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ণঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সীমান্তে হত্যা চলতে দেওয়া যাবে না। সীমান্তের সব হত্যার বিচার হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনের জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।
এদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ভারতীয় দাদাগিরি চলবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবে না। দেশ চলবে জনগণের ইচ্ছায়।
শিক্ষাব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে ডাকসু ভিপি আরও বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবেন।
থানা সদর প্রাথমিক স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশ প্রধান অতিথি ছিলেন, সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।





