বিয়ানীবাজারে শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্প বাতিল
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিয়ানীবাজারের সরকারি প্রকল্প বাতিল করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) জানা যায়, দীর্ঘ সাত বছর ধরে প্রকল্পটি কার্যক্রমে অগ্রগতি না থাকায় বর্তমান সরকার এটি বাতিল করেছে।
২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি ‘শহিদ মুক্তিযোদ্ধা ও অন্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। বিয়ানীবাজার উপজেলায় ১২টি শহীদ সমাধি সৌধ নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তালিকা প্রেরণ করা হয়েছিল। প্রতিটি সমাধি সৌধ নির্মাণের জন্য সরকারি ব্যয় ধরা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর।
সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে জটিলতা, পর্যাপ্ত বাজেটের অভাব ও প্রকল্প পরিচালকের প্রায় পাঁচবার বদল হওয়ায় কাজ ঢিমেতালে চলে। সমাধি নির্মাণে প্রধান সমস্যাগুলো ছিল—স্থান চিহ্নিত করা যায়নি, অন্যত্র জমি পাওয়া যায়নি, নকশায় ত্রুটি ও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী জানান, “বিগত সময়ে ১২টি শহীদ সমাধি সৌধ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। নানা জটিলতার কারণে প্রকল্পটি অত্যন্ত ধীর গতিতে চলছিল। সম্প্রতি প্রকল্প বাতিল হলেও আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অবহিতকরণ দেওয়া হয়নি।”
প্রকল্পটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকালীন শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও সৌধ নির্মাণের মাধ্যমে তাদের স্মৃতি অম্লান রাখা।





