টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের এবং তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কারাদণ্ডের পাশাপাশি টিউলিপকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১৪ আসামিকে প্রত্যেককে ৫ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম।
মামলাটি দুদক গত ১৩ জানুয়ারি দায়ের করে। অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক তার ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনজনই প্রকৃতপক্ষে ১০ কাঠা করে প্লট পেয়েছেন। তবে এই মামলায় শুধু রেহানার প্লট বরাদ্দের বিষয়টি উল্লেখ করা হয়েছে; আজমিনা ও রাদওয়ানকে অন্য দুটি মামলায় আসামি করা হয়েছে।
হাসিনা, রেহানা ও টিউলিপের পাশাপাশি এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিববৃন্দ, রাজউকের সাবেক সদস্য ও পরিচালকরা এবং সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব। এই ১৭ জনের মধ্যে বর্তমানে শুধু খুরশীদ আলম কারাগারে রয়েছেন।
গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। টিউলিপ সিদ্দিকের নামও এই সময় আলোচিত হয়। বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার পদ থেকে তিনি ১৪ জানুয়ারি পদত্যাগ করেন।





