বানিয়াচংয়ে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
মহান আল্লাহকে কটুক্তিকারী বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বিকাল ৩টায় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের আলেমদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ বড় হুজুর।
সমাবেশে বক্তারা বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মাওলানা মশিউর রহমান ও হাফেজ এনামুল হক এর যৌথ সঞ্চালণায় বক্তব্য রাখেন, মাওলানা শায়েখ মখলিসুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, কাজী মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা গোলাম কাদির, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ আব্দুল মুকিত, মুফতি সাব্বির আহমদ শিবলী নোমানী, মাওলানা জাহেদ আহমদ প্রমুখ।





