সিলেটে ১০ সরকারি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে শিক্ষক কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
সিলেট জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতি ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
শিক্ষকদের দাবি অন্তর্ভুক্ত—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি, এবং পূর্বের মতো ২–৩টি ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করা।
শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতির তিন দিনের মধ্যে সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে এবং দাবি আদায় হলে শিক্ষার্থীদের ক্ষতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকদের দাবির জন্য শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন জিম্মি করা নিন্দনীয়। দ্রুত সমস্যা সমাধান করে পরীক্ষা চালু করা উচিত।”
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, “এটি কেন্দ্রীয় শিক্ষক সমিতির কর্মসূচি। পরীক্ষা চলাকালীন এই ধরনের কর্মসূচি দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।”





