সিলেটে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
সিলেটের মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামালও।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে লালমাটিয়া রায়েল সিটি আবাসিক এলাকার সামনে সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে এ লুটের ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি সাদা নোহা ও একটি প্রাইভেট কারে করে আসা ৬–৭ জন ডাকাত ভ্যানটি থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ শামছুল হাবিবের নির্দেশনা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে প্রথমে সাকেল আহমদ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে পূর্ব শ্রীরামপুর থেকে আক্তার হোসেন (৩৪) এবং সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তাঁদের তথ্য অনুযায়ী ভোররাতে সুলতানপুর এলাকায় কচুর ঝোপের ভেতরে লুকানো সাদা ও কালো বস্তা এবং দুটি কার্টনে থাকা লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
পুলিশের দাবিতে বলা হয়, এ তিনজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা নিয়মিত সিলেট মহানগর ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অন্য সহযোগীদের ধরতে অভিযান চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।





