জৈন্তাপুরে গাছের সঙ্গে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আছলি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত ব্যক্তির নাম শফিক উদ্দিন (৩০)। তিনি জৈন্তাপুর থানার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২রা ডিসেম্বর রাত ৯টা থেকে ৩রা ডিসেম্বর সকাল ৮টার মধ্যে কোন এক সময়ে, বাড়ির পাশের জমিরের টিলায় আছলি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শফিক উদ্দিন।
স্হানীয়দের বরাত দিয়ে জৈন্তাপুর থানা পুলিশ আরো জানায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি জানান, প্রাথমিক তদন্তে নিহত যুবক আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি আরো জানান নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী পরবর্তী যাবতীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।





