জৈন্তাপুরকে মডেল উপজেলা গড়ার প্রত্যয় নবাগত ইউএনও গোলাম মোস্তফা’র
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল স্তরের জনগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
নবাগত ইউএনওর প্রথম কার্যদিবসে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, যানজট নিরসন, মহাসড়কের সংস্কার, পর্যটন শিল্পের উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় তিনি বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। এছাড়া মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, পাহাড় টিলা কাটা ও অবৈধ পাথর–বালু উত্তোলন প্রতিহত করা হবে। উপজেলা প্রশাসন সর্বদা জনগণের সেবা প্রদানের জন্য প্রস্তুত।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
নবাগত ইউএনও আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতায় জৈন্তাপুরকে উন্নত, নিরাপদ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।





