সুনামগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলটি আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুল। তিনি শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সরকারি শিশু পরিবার (বালিকা) এলাকায় দোয়া মাহফিল আয়োজন করেন এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নুরুল ইসলাম নুরুল বলেন,“আমাদের দলের চেয়ারপার্সন ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সারাদেশের মানুষ যে ভাবে তার সুস্থতার জন্য দোয়া করছে, আমরা আশা করি খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”





