সুনামগঞ্জ-২ আসনে ভোটারদের ভরসা স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেব
রোদ্দুর রিফাত
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
দিরাই–শাল্লার মাটিতে যেন পরিবর্তনের এক নতুন হাওয়া বইছে। দীর্ঘ অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আটকে থাকা এই অঞ্চলের মানুষ এবার স্বপ্ন দেখছে নতুন করে। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেব ঝিনুক—যিনি শুধু একজন প্রার্থী নন, বরং মানুষের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন।
স্বাধীনতার পর থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন না পাওয়ার আক্ষেপ এ অঞ্চলের মানুষের হৃদয়ে বহুদিনের। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক–যোগাযোগসহ মৌলিক উন্নয়নে দিরাই–শাল্লা পিছিয়ে থেকেছে রাজনৈতিক স্বার্থের কারণে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানুষের মন আজ অন্যরকম। তারা এখন চান দল–মতের ঊর্ধ্বে উঠে এমন একজন প্রতিনিধি, যিনি সত্যিকারের উন্নয়ন নিয়ে আসবেন তাদের ঘরে ঘরে।
এই বিশ্বাসের প্রতিফলনই দেখা যায় ঋতেশ দেব ঝিনুকের প্রতিদিনের নিরলস প্রচারণায়। তিনি পাড়ি দিচ্ছেন গ্রামের পর গ্রাম, ঘুরছেন প্রত্যন্ত এলাকার প্রতিটি বাড়িতে, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। তিনি শুনছেন তাদের কষ্ট, বুঝছেন তাদের চাওয়া–পাওয়া এবং তুলে ধরছেন নিজের কর্মপরিকল্পনা। তাঁর প্রতিটি কথায় ফুটে ওঠে উন্নয়নের অঙ্গীকার আর ভালোবাসার আবেগ।
ভোটাররাও উষ্ণ সাড়া দিচ্ছেন। অনেকেই বলছেন—এই নির্বাচন কেবল একজন প্রার্থীর নয়, এটি দিরাই–শাল্লার মানুষের নিজস্ব নির্বাচন, তাদের ভবিষ্যতের লড়াই।
শিক্ষাজীবনে মেধা ও উদ্যম, পরে রাজনীতিকে দূর থেকে পর্যবেক্ষণ—এই দুই মেলবন্ধন ঋতেশ দেবকে দিয়েছে দূরদৃষ্টি। এখন তিনি দৃঢ় সংকল্পে এগিয়ে এসেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অঞ্চলকে বদলে দিতে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন,সড়ক–সেতুর টেকসই নির্মাণ,আধুনিক চিকিৎসা সুবিধা ও নতুন হাসপাতাল,শিক্ষার মানোন্নয়ন, লাইব্রেরি ও খেলার মাঠ,জলমহাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা,আইন–শৃঙ্খলা ও জননিরাপত্তা,প্রবাসী ও গার্মেন্টস কর্মীদের সহায়তায় বিশেষ উদ্যোগ
গ্রামে গ্রামে গিয়ে তিনি নিজ হাতে লিপিবদ্ধ করছেন এলাকার সকল সমস্যা—যেন ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবের সঙ্গে মিলে যায়।
মানুষের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তিনি বলেন—“এই মাটির কাছে আমার জন্মঋণ রয়েছে। আমি চাই দিরাই–শাল্লাকে একটি মডেল অঞ্চল হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে।”
তার প্রচারণার সঙ্গে যুক্ত হচ্ছেন স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রত্যাশা—ঋতেশ দেব ঝিনুক দিরাই–শাল্লায় নতুন রাজনৈতিক সংস্কৃতি ও ইতিবাচক উন্নয়নের পথচলা শুরু করবেন।





