জৈন্তাপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম সানজিদা আক্তার (২০)। তিনি পূর্ব গৌরীশংকর গ্রামের ইমরান উদ্দিন জাহেদের কন্যা এবং ইমন আহমদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পূর্ব গৌরীশংকর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ।
ঘটনাটি ঘটে গত ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে। জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর এলাকার একটি বসতবাড়ির উত্তরের কক্ষে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮:৩০ মিনিটের দিকে স্বামী ইমন আহমদ স্ত্রীকে অচেতন অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই ওবাইদুর রহমান সহ সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে এবং ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি। তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।





