সিলেটে জুয়ায় আসর থেকে ৮ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
সিলেট নগরীতে রাতের জুয়ায় মত্ত অবস্থায় ৮ জন যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে বেশির ভাগই শ্রমিক এবং দিনের আয় রাতের খেলায় উড়িয়ে দিতেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকার ‘জান্নাত স্টল’ নামের দোকানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি আইনে মামলা করা হয়েছে।
মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) এবং আব্দুল বাছিত (২৫)।




