মরমি কবি হাছন রাজার প্রয়াণ দিবস আজ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ণ
সাধক কবি, লোককবি কিংবা মরমি কবি হিসেবে স্বীকৃতি পাওয়া হাছন রাজা ১৯২২ সালের ৬ ডিসেম্বর দেহান্তরিত হয়েছিলেন। গবেষকদের মতে, বাংলার বহুধর্ম দর্শন, পুরাণের সমন্বয়েই হাছন রাজা সংগীত রচনা করে অমর হয়ে আছেন। তাঁর গান আজও সময়ের প্রাসঙ্গিকতা বহন করছে।
সংস্কৃতিকর্মী ও প্রকাশক রাজীব চৌধুরী বলেন, হাছন রাজার গানে স্থানীয় ও ব্রাত্যজনের শব্দ স্থান পেয়েছে।
যে কারণে এই গান এখনো স্থানীয় মানুষের পছন্দের শীর্ষে রয়েছে। তাঁর পথ ধরে পরবর্তী সময়ে এ অঞ্চলের মহাজন কামাল পাশা, দুর্বিন শাহ, শাহ আব্দুল করিম, ক্বারি আমির উদ্দিন আঞ্চলিক শব্দে প্রেম ও দ্রোহের গীত রচনা করেছেন।
সুনামগঞ্জের কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ‘মরমি সাধক হাছন রাজার প্রয়াণ দিবসে আমরা কোনো কর্মসূচি করছি না। তবে আগামী ২১ ডিসেম্বর জন্মদিনে আমরা কর্মসূচি করব।




