সিলেটে আজ ৮ দলের সমাবেশ আজ : কী বার্তা দেবে জোট?
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
আসন্ন জাতীয় নির্বাচনের আগে সিলেটে আজ অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ওপর গণভোট, নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবি সামনে রেখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ হবে।
সমাবেশ ঘিরে সিলেট নগরে ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে আয়োজকেরা। মঞ্চ নির্মাণ, মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনা সমন্বয় করছে ৮ দলের লিয়াজোঁ কমিটি। আয়োজকদের দাবি, সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। দূর-দূরান্তের উপকূলীয় এলাকা, উপজেলা ও আশপাশের জেলা থেকেও মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন তাঁরা।
সমাবেশস্থল আলিয়া মাঠে আজ সন্ধ্যার পর শুরু হবে চরমোনাই পীরের মাহফিল। দুই কর্মসূচির সময় আলাদা হওয়ায় কোনো সংঘাত বা ব্যবস্থাপনায় সমস্যা হবে না বলে জানিয়েছেন মাঠ–ব্যবস্থাপনার কর্তৃপক্ষ।
৮ দলের নেতারা গত দুদিন মাঠ ঘুরে দেখেছেন। বাংলাদেশের খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম বলেন, ‘বিভাগজুড়ে সাড়া পাওয়া যাচ্ছে। সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।’
জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের মঞ্চে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমসহ অংশী দলগুলোর শীর্ষ নেতারা। সমাবেশ সফল করতে ১৩ সদস্যের লিয়াজোঁ কমিটি মাঠে কাজ করছে।
সমাবেশ ঘিরে নিরাপত্তা ও ট্রাফিকব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠক করেছে জোটের নেতারা। সিসিকের সঙ্গে পৃথক বৈঠকে মাঠ ব্যবহারের অনুমতি, পানি সরবরাহ ও পরিচ্ছন্নতার সহায়তা চেয়েছেন তাঁরা। দুই পক্ষই সহযোগিতার আশ্বাস দিয়েছে।
জোটের নেতারা বলছেন, আজকের সমাবেশে নির্বাচনের আগে ঘোষিত পাঁচ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করার কৌশল তুলে ধরা হবে। সিলেটের মঞ্চ থেকে কী বার্তা আসে—সেটিই এখন রাজনৈতিক আগ্রহের কেন্দ্রে।




