সুনামগঞ্জে মনোনয়নবঞ্চিত জাকেরীনের বাসায় নুরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম আজ শনিবার সকালে মনোনয়নবঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় যান। সেখানে তিনি জাকেরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা নুরুল ইসলামের সঙ্গে ছিলেন।
সাক্ষাৎ শেষে এডভোকেট নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলে বিভিন্ন নির্বাচনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। কেন্দ্র যাকে মনোনয়ন দেয়, দলীয় নেতাকর্মীরা সবাই মিলে তাকে বিজয়ী করার চেষ্টা করেন। তিনি আশা প্রকাশ করেন, দলের সিনিয়র নেতা হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন বিএনপির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন।




