কোম্পানীগঞ্জে অবৈধ বালুপাথর উত্তোলন, আটজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে আটজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে সাতজনকে তিন মাস এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
তিন মাসের দণ্ডপ্রাপ্তরা হলেন—তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মানিক। শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের ঘটনায় আটক জাকির হোসেনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আটক সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান নিয়মিতভাবে চলবে।




