কুলাউড়ায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিল
কুলাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুলাউড়ায় কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু হয়।
মাহফিলের আয়োজন করেন কুলাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এডভোকেট আবেদ রাজা।
মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, কুলাউড়া উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বুলু, কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির বাদশা, কাদিপুর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর নুর ইরা ও কাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক আজমল আলী প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন এডভোকেট আবেদ রাজা।




