জৈন্তাপুরে ভারতীয় শাড়ি লেহেঙ্গাসহ দুইজন আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত ৩:১৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র একটি যৌথ আভিযানিক দল কর্তৃক পরিচালিত অভিযানে মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের উভয়ের পিতা সিরাজুল ইসলাম এবং তারা সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন লামনিগ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
অভিযানকালে মনজুরুল ইসলামের বসতঘর তল্লাশি করে ২৪ পিস ভারতীয় শাড়ি এবং ৬ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২,০০০ টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে । মঙ্গলবার সকালে আটক দুই আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।




