জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা’র সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহিনী রঞ্জন দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে সফল জননী নারী, শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এ বছর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার পান হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্নগর্ভা জননী হোসনে আরা পারভিন।




