জৈন্তাপুরে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে নবাগত মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম এবং প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে সহযোগিতা করতে হবে। সভায় স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন




