সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
সিলেটে একটি সাইবার মামলার পলাতক আসামি ধরতে গিয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আহত কর্মকর্তা খোরশেদ আলম, যিনি সিলেট সিআইডিতে উপপরিদর্শক পদে কর্মরত। হামলার ৭ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে নগরের মজুমদারি এলাকার একটি মেস থেকে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় সদস্য রহিম উদ্দিন রাজু (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে কোতোয়ালি, শাহপরাণ ও কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন, চুরি, আঘাত ও ব্ল্যাকমেইলিংয়ের একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি একাধিক ব্যক্তির ছবি এডিট করে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইলিং করতেন।
সিআইডি ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে রাজু গ্রেপ্তার হওয়া পর তার কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য পরিচয়ের ভিজিটিং কার্ড জব্দ করা হয়। হামলায় ব্যবহৃত ছুরিটি সাগরদীঘি এলাকার সরকারি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
ডিআইজি ড. মোহাম্মদ আল মামুনুল আনসারী জানিয়েছেন, পলাতক ও ঝুঁকিপূর্ণ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং হামলার উদ্দেশ্য, সহযোগী ও পরিকল্পনার বিষয়েও তদন্ত চলছে। আহত কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




